ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল খুলে দেয়ার দাবিতে তৃতীয় দিনের মত আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
দাবি পূরণ না হলে ১ মার্চ আবাসিক হলে উঠার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে ক্যাম্পাসের ঝাল চত্ত্বরে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা।
এসময় শিক্ষার্থীরা বলেন, ‘দেশের সবকিছু স্বাভাবিকভাবে চলছে। স্থানীয় সরকার নির্বাচন সহ রাজনৈতিক কর্মসূচী চলমান রয়েছে। কোথাও কোন বাঁধানিষেধ নেই। সেখানে করোনার দোহাই দিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা প্রহসনমূলক সিন্ধান্ত।
ইতিমধ্যে প্রায় এক বছর পিছিয়ে পড়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কথা চিন্তা করে পরীক্ষা শুরু হওয়ায় ক্যাম্পাস পার্শবর্তী মেসে অবস্থান করছে অনেকে।
হঠাৎ পরীক্ষা বন্ধ করে দেয়ায় চরম বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মত জায়গায় এমন খেলো সিদ্ধান্ত শিক্ষার্থীদের হতাশ করেছে।’
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পূণর্বিবেচনা করে হল খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানানো হয় সম্মেলনে। অন্যথায় ১ মার্চ নিজ দায়িত্বে হলে প্রবেশের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনের পর একই দবিতে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচীতে মিলিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে সাক্ষাত করে তাদের দাবি পেশ করে শিক্ষার্থীরা।
এসময় ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, “শিক্ষার্থীদের দাবির সাথে সকল ভিসিই একমত। কিন্তু আমরা তো সরকারের সিদ্ধান্তের বাইরে যেতে পারিনা।”
‘স্বর্ণ রফতানিতে ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার’
rasel ২২/১০/২০২০ ৩:৩২:০০ PMকারাবাখে ১১১৯ আর্মেনীয় যোদ্ধা নিহত
rasel ২৯/১০/২০২০ ৫:২৬:২৫ PMতিউনিসিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি ২১ জনের মৃত্যু
rasel ২০/১০/২০২০ ১০:৩৫:০৮ PMচরম দারিদ্রের মধ্যেই ৮০০ কোটি টাকায় প্রাসাদ কিনলেন মরোক্কোর বাদশা
rasel ২০/১০/২০২০ ১০:৩২:১৭ PMদ্রব্যমূল্য অস্বস্তি বাড়াচ্ছে
rasel ২২/১০/২০২০ ৩:২১:৩৬ PMচরম দারিদ্রের মধ্যেই ৮০০ কোটি টাকায় প্রাসাদ কিনলেন মরোক্কোর বাদশা
rasel ২০/১০/২০২০ ১০:৩২:১৭ PM