বাংলা নাটকের অন্যতম অভিনেতা শামীম আহমেদ নিখোঁজ হয়েছেন। নাটকের কাজ শেষে সিলেট থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হন বলে জানা গেছে।
তিন দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত এ অভিনেতা কমেডি চরিত্রে টিভি নাটকে কাজ করার সুবাদে ছোটপর্দায় খুবই জনপ্রিয়। স্ত্রী-সন্তান নিয়ে শামীম আহমেদ ঢাকার মালিবাগে থাকেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
সর্বশেষ ২০ মার্চ রাতে শামীমের সঙ্গে তার পরিবারের কথা হয় বলে জানান অভিনেতার স্ত্রী।